এম. হাসান রিয়াদ- হাবিপ্রবি প্রতিনিধিঃ
আকাশ ছোঁয়ার স্বপ্নগুলোকে আরও একধাপ এগিয়ে দেওয়া শক্তির নাম ক্যাম্পাস। হাজারো শিক্ষার্থীর বুকে লালিত সাফল্যের স্বপ্নগুলো প্রষ্ফুটিত হয় ক্যাম্পাসে এসে। তারপর অরোরার মতন পরম যত্নে শুরু হয় আকাশ ছোঁয়ার প্রত্যয়।
তেমনি এক ক্যাম্পাস হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১২০০০ শিক্ষার্থীকে মায়ের মতন আগলে রেখেছে বছরের পর বছর।
মত্ত ঘোড়ার মতো প্রতিযোগীতায় ছুটে চলা বিশ্বে নিজেকে একটু ঠাঁই যোগাতে দেশের প্রত্যেকটা প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আসে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও একঘেয়েমি কখনো দানা বাঁধতে পারেনা কারো মনে। এ ক্যাম্পাস জন্ম দেয় এক অকৃত্রিম বন্ধনের, অটুট সে বন্ধনের না বন্ধুত্ব। যে সম্পর্কের সুঁতোয় কখনো টান ধরেনা, স্বার্থ নামক নিকৃষ্ট কথাটার স্থানও সেখানে হয়না কখনো।
এই ক্যাম্পাস এমন এক সম্পর্কের বন্ধন গড়ে দেয় যেখানে নিম্নবিত্ত-উচ্চবিত্ত, জাত-ধর্ম, দেশি-বিদেশি কোন বিভেদ থাকেনা৷ একজন দিনমজুর বাবার টানাপড়েনের সংসার থেকে যে ছেলে সংগ্রাম করে এ পর্যন্ত উঠে আসে একজন কোটিপতি বাবার বিলাসবহুল ঠান্ডা ঘরে ঘুমানো ছেলের থেকে তার মর্যাদা কোন অংশেই কম থাকেনা। বরং দিনশেষে গণরুমের ঘামে ভেজা বিছানাতে দুজনই দিব্যি ঘুমিয়ে যায়। ক্যাম্পাসে কাউকে মাসের টাকা শেষ হয়ে এলে পরেরদিনের চিন্তা করে মন খারাপ করে বসে থাকতে হয়না।
ক্যাম্পাসে বন্ধুত্বের যে বন্ধন গড়ে ওঠে তা রক্তের সাথে রক্তের বন্ধনের চেয়েও যেন শক্তিশালী! ক্যাম্পাসের বন্ধুগুলো নির্লজ্জ্ব, নিঃস্বার্থ, এরা অমানুষ ধরণের হয়। খুব মন খারাপের দিনে মন ভার করে থাকতে দেখলে সেদিনটা তার সারাজীবন মনে রাখার মত হয়ে যায়। কারন মন খারাপের শতগুণে বেশি হাসিয়ে ছাড়ে এরা। এদের জন্য মরেও সুখ নেই, একা মরতে চাওয়ারও অবকাশ নেই।
ক্যাম্পাসে কখনো রাত আসেনা, যা আসে তাহলো আড্ডা দেওয়ার মুহুর্ত, হঠাৎ মাঝরাতে দলবেঁধে অভিযানে যাওয়ার মুহূর্ত, বন্ধুর কান্না মুছে দেওয়ার মুহুর্ত, সারারাত শহীদ মিনার নয়ত লাইব্রেরীর চত্ত্বরে বসে জীবন গোছানোর পরিকল্পনা করার মুহুর্ত।
ক্যাম্পাসের প্রতিটা পদক্ষেপেই মিশে থাকে ছুটে চলার প্রাণশক্তি। জীবন এখানে গতিময়, একমুহুর্তও অবষন্নতার লেশমাত্র নেই। প্রবীনেরা প্রতিযোগীতার বিশ্বে আধিপত্তের শিকড় জাগিয়ে মায়ের বুক ছাড়ে আর নবীনরা শুণ্য আঁচলতলে এসে আশ্বস্ত হয় তারপর আবার স্বপ্ন বুঁনে, অসীমে তার লক্ষ্য, অসঙ্গায়িত সে স্বপ্ন।
হাজী দানেশ এক মাতৃত্বের প্রতিচ্ছবির নাম, স্বপ্নের শিখরে আরোহণের সহজ সোপানের নাম।