1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

৪০ হাজার টাকায় আসামি ছেড়ে দেওয়ায় এএসআই প্রত্যাহার

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪ বার সংবাদটি পাঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া থানার নাশকতা মামলায় এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।ইলিয়াসকে গতকাল সোমবার রাতে লোহাগড়া থানা থেকে প্রত্যাহার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।নড়াইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী ইয়াজুর রহমান বাবু জানান, তাঁর বাদী হয়ে করা নাশকতার মামলার আসামি ছিলেন এড়েন্দা গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমান। তাঁকে ৫ জুলাই রাতে ৪০ হাজার টাকার বিনিময়ে এড়েন্দা চৌরাস্তা এলাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। এ নিয়ে ৬ জুলাই বাবু ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি স্থানীয়ভাবে ভাইরাল হয়।লোহাগড়া থানার ওসি শরিফুল বলেন, বিষয়টি তদন্তাধীন ছিল। আসামি জিল্লুরকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ায় এএসআই ইলিয়াসকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION