স্টাফ রিপোর্টার
শ্রী শ্রী দশমহাবিদ্যা ইসকন মন্দির, চাঁচড়া, যশোর সদর, যশোরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের নেতৃত্বে আয়োজিত এ রথযাত্রায় প্রায় ৩ সহস্রাধিক ভক্ত-অনুসারী অংশগ্রহণ করেন। ‘ঈশ্বরের আশীর্বাদ ও আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের লক্ষ্যে’ আয়োজিত এ শোভাযাত্রা চাঁচড়া ইসকন মন্দির থেকে শুরু হয়ে চাঁচড়া মোড়, মুজিব সড়ক, উকিলপাড়া মোড়, জজ কোর্ট, বকুলতলার শহীদ মিনার, গরীব শাহ সড়ক, দড়াটানা মোড়, চিত্রার মোড় ও কোতোয়ালি থানা চৌরাস্তা হয়ে বেজপাড়া সাহা বাড়ি (সনদ সাহার বাসভবন) পর্যন্ত গমন করে। রথযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছে আয়োজকরা। উল্লেখ্য, আগামী ৫ জুলাই ২০২৫ তারিখে বেজপাড়া সাহা বাড়ি থেকে চাঁচড়া ইসকন মন্দির অভিমুখে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।