1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কেশবপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বুক সেল্ফ প্রদান

  • প্রকাশের সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার সংবাদটি পাঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

কেশবপুর প্রেসক্লাবে ২৫ এপ্রিল সন্ধ্যায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বুক সেল্ফ হস্তান্তর করেন কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এ্যাড, ওয়াজিউর রহমান। হস্তান্তর উপলক্ষে প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দ্ল্লুাহ আল ফুয়াদ, গ্রহন্থগার সম্পাদক মাস্টার মতিয়ার রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, আইয়ুব খান, সদস্য, আব্দুস সালাম, আব্দুল মোমিন, বিল্লাল হোসেন, জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভাশেষে আনুষ্ঠানিক ভাবে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী ও এ্যাড, ওয়াজিউর রহমান সাংবাদিক নেতৃবৃন্দ এর নিকট সাড়ে ২২ হাজার টাকার বুক বুক সেল্ফটি হস্তান্তর করেন।এর আগে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩০টি চেয়ার প্রদান করা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION