মেহেদী হাসান,খুলনা
খুলনা নগরীতে মো. রাসেল (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়ক এলাকার নাসিরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, রাসেল রূপসা উপজেলার নতুন বাজার এলাকার তরিক গলির বাসিন্দা মো. রফিকের ছেলে। পেশায় তিনি পশ্চিম রূপসা পাড়ের একটি মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে তিনি ইশা নামের এক তরুণীকে বিয়ে করে নগরীর কাশেম সড়কে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন।স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে হঠাৎ পুলিশ উপস্থিত হয়ে রাসেলের ভাড়া বাসায় প্রবেশ করে। তখন তারা জানতে পারেন, রাসেল গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাসেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় রাতেই তার স্ত্রী ইশাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায়।খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মন্ডল জানান, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর স্ত্রী ইশা গোসল করতে বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না দিয়ে বাসার হুকের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।তিনি আরও জানান, “রাসেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তার স্ত্রী ইশাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।”