নিজস্ব প্রতিবেদক
যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। এসময় মাদক ক্রয় করতে আসা আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়।সদর উপজেলার চাউলিয়া ও রামনগর এলাকায় শুক্রবার (২৫ এপ্রিল) এই বিশেষ অভিযান পরিচালিত হয়।আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন- যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের সাইদুলের স্ত্রী সালমা বেগম (৪০) ও রামনগর গ্রামের জাবেদের স্ত্রী ফাতেমা (৩৬)।আটককৃত মাদক ক্রেতারা হলেন– একই উপজেলার ঘোড়াগাছা গ্রামের মিরাজুল ইসলাম (২২) এবং নরেন্দ্রপুর গ্রামের আমিনুল্লাহ (২৭)।যৌথ বাহিনীর সূত্র জানায়, অভিযানে সালমা বেগমের কাছ থেকে দুই কেজি ১৫০ গ্রাম গাঁজা, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। ফাতেমার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।