স্টাফ রিপোর্টার
যশোর শহরের পালবাড়ী এলাকায় তুচ্ছ ঘটনায় মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন আল মামুন সোহাগ (৩৫) নামে এক ব্যক্তি। শনিবার (২৬ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে। আহত সোহাগ পালবাড়ী হাসিনা ক্লিনিক সংলগ্ন এলাকার শামসুর রহমানের ছেলে। জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছেন গভীর ক্ষত স্থান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ ঘটেছে। এখনি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগের স্ত্রী সোহানা আক্তার লিমার সঙ্গে প্রতিবেশী এক নারীর কথা কাটাকাটি হয়। ওই সময় সোহাগ পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে, তার মামাতো ভাই মেহেদী হাসান (২২) অতর্কিতভাবে পেছন থেকে ছুরি দিয়ে সোহাগের বুক ও কোরের ওপর আঘাত করে।আহতের স্ত্রী লিমার অভিযোগ তার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়েছে।পরিবারের সদস্যরা দ্রুত সোহাগকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে-খবর পেয়ে হাসপাতালে আহত ও তার স্ত্রীর সাথে কথা বলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।