আব্দুল খালেক,কেশবপুর(যশোর)
যশোরের কেশবপুরে প্রভাতী সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাতী সংঘের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ। প্রভাতী সংঘের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সভাপতি জয় সাহা, সিনিয়র সহসভাপতি তবিবুর রহমান, শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম শফি, আনিসুর রহমান, আব্দুল হালিম অটল, জাহাঙ্গীর কবির মিন্টু, কোষাধ্যক্ষ সোহেল রানা, দেলোয়ার হোসেন, আলী হোসেন, আতিয়ার রহমান, সবুজ, আব্দুল লতিফ, লিমন প্রমুখ। প্রভাতী সংঘ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করাসহ অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।