নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নেগুড়াহাট দারুল উলুম মাদ্রাসা মাঠ প্রসঙ্গে এই ইফতার মহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সবেক সহ-সভাপতি, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুছা, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৬ টি বছর ধরে স্বাধীন ভাবে একটি ইফতার মাহফিল ও করতে পারিনি আজকে আমরা একত্রিত হয়ে ইফতার মাহফিল করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড মুজিবর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামসেদ আলী, সহ বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।