1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দুস্থদের মাঝে সজাগের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪২ বার সংবাদটি পাঠিত
দুস্থদের মাঝে সজাগের ঈদ উপহার বিতরণ

কাজী নূর

পবিত্র মাহে রমযান ও ঈদ উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন সমাজ জাগরণে গণমত- সজাগ। রবিবার (১৬ মার্চ) বেলা ২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সজাগের উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ শুভেচ্ছা ঢ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজাগের সভাপতি সাংবাদিক এস. এম সোহেল। সজাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী নূর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের কম ভাগ্যবান ব্যক্তিদের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের ব্যাপার। সমাজের সর্বস্তরে বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সামাজিক অস্থিরতা ক্রমান্বয়ে কমতে বাধ্য। আজকে যারা এ আয়োজন করলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। আশা করি আগামীতে তারা আরো বৃহৎ পরিসরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, সজাগের সহ- সভাপতি গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, নির্বাহী সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION