1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

২ লাখ ৫৩ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার সংবাদটি পাঠিত

ওমর ফারুক বিপ্লব,সাতক্ষীরা

সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার ৯৬০ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খায়ানো হবে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান, অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম।সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহ, বিশ্বস্বাস্থ্য সংস্থার এস.আই.এম.ও রাশেদ উদ্দিন মৃধাসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় সাংবাদিকরা। এসময় ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা।এতে আরো জানানো হয়, আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের জন্য জেলার মোট ১ হাজার ৯৩৮ টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন সরকারী ও ৪ হাজার ৭৭২ জন বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION