1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নড়াইলের ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৪ বার সংবাদটি পাঠিত
নড়াইলের ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা

আবুল কাশেম,নড়াইল

নড়াইলে ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৪০) ও তার ভাবি শারমিন বেগম (৩০) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।১০ই মার্চ সোমবার দুপুর ১ টার দিকে লোহাগড়া থানায় বাদী হয়ে ওই শিশুর মা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলা হবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত ও তার সহযোগী আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান মামলা ও আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত পান্নু মোল্লা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া এলাকার মোঃ সোনা মিয়ার ছেলে এবং তার ভাইয়ের স্ত্রী বাবু মোল্লার স্ত্রী শারমিন বেগম।মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত ৬ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে ঐ শিশু পান্নু মোল্লার বাড়িতে বরই কুড়াতে গেলে তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে।পরের স্থানীয় কয়েকজন ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা কে মামলা করতে নিষেধ করেন। একপর্যায়ে শিশুর খালাতো ভাই বিষয়টি জানতে পারে তারপর তিনি শিশু ও তার মা কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।স্থানীয়রা বলেন পান্নু মোল্লা তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আমরা আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION