স্টাফ রিপোর্টার
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে যশোর সিভিল সার্জন কতৃপক্ষ। অভিযোগ উঠেছে যশোরে কর্মরত সাংবাদিকদের মধ্যে মাত্র ৪০ জন সাংবাদিককে চিঠি দিয়ে সংবাদ সম্মেলন ডেকে সম্মানি প্রদানের সময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে সিভিল সার্জন অফিস। এদিকে এমন বৈষম্যমূলক কর্মকান্ডের কারণে যশোর শহরে মাঠ পর্যায়ে কর্মরত পেশাদার একাংশের সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় যশোর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেজেন্টেশন শেষে কনফারেন্স কক্ষের মধ্যে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বলেন, ‘আমাদের কাছে ৪০ জন সাংবাদিকের তালিকা রয়েছে। মন্ত্রণালয় থেকে ৪০ জন সাংবাদিকদের জন্য সম্মানি ব্যাবস্থা করা হয়েছে। কিন্তু সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন ৬৪ জন। তালিকা করা সাংবাদিকদের সম্মানি আপনাদের নিকট পৌঁছে দেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে দাওয়াতের তালিকা থেকে বঞ্চিত সাংবাদিকরা অভিযোগ করে জানান, সরকারি দফতরের সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের তালিকা করা লাগবে কেন? আর তালিকায় নাম ওঠা সাংবাদিকরাই শুধু সম্মানি পাবে, আর বাকিরা পাবে না, এটা কেমন বৈষম্য? তালিকাকৃত সাংবাদিকরাই শুধু পত্র পত্রিকায় লেখালেখি করে, আর বাকিরা কি লেখালেখি করে না? এটা অন্যায় এবং বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বৈষম্যহীন দেশে সাংবাদিকদের মধ্যে এমন বৈষম্য সৃষ্টি করা দুঃখজনক। এদিকে সংবাদ সম্মেলন শেষে সিভিল সার্জনের কক্ষে উপস্থিত কয়েকজন সাংবাদিকদের সামনে এ প্রসঙ্গ নিয়ে কথা উঠলে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল বলেন, ‘এটা আমাদের বিষয় না, এটা মন্ত্রণালয়ের ব্যাপার। মন্ত্রনালয় থেকে এ বাজেট দেওয়া হয়েছে। আমাদের কিছু বলে লাভ নেই আপনারা ওখানে (মন্ত্রণালয়ে) কথা বলেন। সিএস স্যার ৪০ জনকেই দিতে বলেছে।’