1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন “মানুষের পাশে আমরা, যশোর”

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৭ বার সংবাদটি পাঠিত
রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলেন “মানুষের পাশে আমরা, যশোর”

নিজস্ব প্রতিবেদক

যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন “মানুষের পাশে আমরা, যশোর” রমজান মাসে দ্বিতীয়বারের মতো ৫০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সংগঠনটির সদস্যরা টিফিনের টাকা জমিয়ে, কেউ কেউ প্রাইভেট পড়িয়ে কিছু অর্থ বাঁচিয়ে মানুষের উপকারে সহায়তা করে। তাদের পরিবারও এই মহতী উদ্যোগে নানা ভাবে সহায়তা করে, যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন এস এম তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব যশোর।মাহবুব আলম লাভলু নির্বাহী সম্পাদক দৈনিক স্পন্দ, সৈয়দ আবুল কালাম শামসুদ্দিন সম্পাদক ও প্রকাশক বাংলার ভোর, সিনিয়র সাংবাদিক এস এম সোহেল, আব্দুল ওহাব মুকুল মানব বিষয়ক সম্পাদক বাংলারভোর, আশরাফুল আজাদ যু্গ্ম সম্পাদক প্রেসক্লাব যশোর, জুয়েল মৃধা জেলা প্রতিনিধি সময় টেলিভিশন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ, যিনি তার বক্তব্যে বলেন, “আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ যাতে রমজানের এই পবিত্র মাসে ইফতার করতে পারেন। আমাদের ছোট্ট প্রয়াস সমাজের অসহায় মানুষদের জন্য, যাতে তারা ভালভাবে ইফতার করতে পারে।” এছাড়া, আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো অনিক পারভেজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার এবং সদস্যরা ইয়ামিন, তাহমিদ আনজুম, তানিসা,তন্ময়,নাইম, সাকিব, মুহিন, নাছিম প্রমুখ। সংগঠনটি জানায়, তাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION