1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ঝিকরগাছায় জামায়াতের কর্মী সমাবেশে ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সামাদ ও সম্পাদক সোহাগ যশোর সদরের সতিঘাটায় সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা অপারেশন ডেভিল হান্টেও ফিরছে না স্বস্তি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বিপ্লবকে হুমকি, থানায় অভিযোগ যশোরে খালুর চোখ উপড়ে ফেলা সেই যুবক আটক ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৮ শিশু-কিশোর ইয়েমেনে নৌকা ডুবে নিখোঁজ ১৮০ অভিবাসনপ্রত্যাশী বাজারে ফিরছে বোতলজাত সয়াবিন, কিছুটা কেটেছে সংকট

ক্যান্সর আক্রান্ত শিশু সাফওয়ানের পাশে দাঁড়ায়

  • প্রকাশের সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার সংবাদটি পাঠিত
ক্যান্সর আক্রান্ত শিশু সাফওয়ানের পাশে দাঁড়ায়

নিজস্ব প্রতিবেদক

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধুৃ।’ এই গানটির গীতিকার, সুরকার ও গায়ক হচ্ছেন ভূপেন হাজারিকা। এই বিখ্যাত গানটির স্রষ্টা বেঁচে নেই। কিন্তু গানটির প্রত্যেকটি লাইন মানুষের হৃদয়ে গেঁথে আছে। যে কোনো দুর্যোগ-দুর্পিবাকে গানটির কয়েকটি লাইন অর্থবহ হয়ে ওঠে। মানুষ হিসেবে অন্যের বিপদে এগিয়ে আসাই প্রধান ও প্রথমত ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। মাত্র ১৪ মাস বয়সী শিশু সাফওয়ান আল মামুন জানে না সে আর কত দিন এ পৃথিবীতে আছে। ঘাতক ব্যাধি ক্যান্সার তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। গত এক মাস ধরে বিভিন্ন হাসপাতাল ঘুরে রাজধানী ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশু সাফওয়ান আল মামুন যশোর পুলিশ লাইন এলাকার ওবায়দুল আল মামুনের ছোট ছেলে। শিশু সাফওয়ান আল মামুনের বাবা ওবায়দুল আল মামুন জানান, এক মাস আগে যশোর ও ঢাকায় একাধিক চিকিৎসকের কাছে স্মরণপন্ন হন। অনেক পরীক্ষা নিরিক্ষা করে জানতে পারেন তার সন্তানের শরীরে ঘাতক ক্যান্সার বাসা বেঁধেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানেও চিকিৎসকরা জানিয়েছে, চিকিৎসার মাধ্যমে তার ক্যান্সার নিরাময় সম্ভব। চিকিৎসাটি ব্যায়বহুল ও সময় সাপেক্ষ। তার আদরের সন্তানের প্রাণ বাঁচাতে চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। সমাজের কিছু মানুষ অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই তাদের প্রয়োজন হয় সহযোগিতার। ক্যান্সর আক্রান্ত শিশু সাফওয়ান আল মামুনের পাশে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসা অতীব জরুরি এবং মানবিক। একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে মানুষই ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। আমি, আপনি, সে এভাবেই এগিয়ে আসতে পারি সবাই। দাঁড়াতে পারি মানুষের পাশে। মানুষের মতো মানুষ হতে আসুন শিশু সাফওয়ান আল মামুনের পাশে এসে একটু সাহায্যের হাত প্রসারিত করি। তার কাছে সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৭১৫-১১৬৩৬৭ (পারসোনাল) ব্যাংক হিসাব নম্বর Pubali Bank Plc,Accont No : 0340101224713, MD. ABDULLA AL MAMUN Motijheel Corporate Branch (পূর্বালী ব্যাংক পিএলসি, হিসাব নং : ০৩৪০১০১২২৪৭১৩ মো: আব্দুল্লাহ আল মামুন মতিঝিল ব্যাঞ্চ।) এটি একটি আকুতি, একটি অনুযোগ, একটি অনুরোধ সবাইকে সমান ভাবে মূল্যায়ন করার, সবাইকে সমান ভাবে দেখার, ভাবার, যদিও এখন আর কেউ সহানুভূতি চায় না। চায় সমঅধিকার। সমান ভাবে বাঁচার, সমান ভাবে চলার, সমান ভাবে থাকার।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION