নিজস্ব প্রতিবেদক
যশোরে সামাজিক বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মাসব্যাপী গাছ সুরক্ষা ‘পেরেক অপসারণ’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ রোড দূর্নীতি দমন কমিশন অফিসের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, বৃক্ষ প্রেমিক আব্দুল ওয়াহিদ সরদারসহ অনেকে। উল্লেখ্য, সামাজিক বোন বিভাগের তত্ত্বাবধানে যশোরের বিভিন্ন জায়গার গাছ থেকে ‘পেরেক অপসারণ’ কর্মসূচি চলবে মাসব্যাপী।