নিজস্ব প্রতিবেদক
যশোরের কাশিমপুর ইউনিয়নে বিজয়নগর গ্রামে মাদক বিক্রিতে নিষেধ করায় এক পরিবারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনার জেরে গত সোমবার ওই গ্রামের আন্তার আলীর ছেলে মাসুদ রানা একই গ্রামের সাকাত আলীর ছেলে বাবলুর রহমানসহ তার পরিবারের উপর হামলা চালায়। এ বিষয়ে আহত বাবলুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। মাদক বিক্রিতে নিষেধ করায় জমি জায়গা সংক্রন্ত বিষয়ের বিরোধ করে বাবলুর রহমানসহ তার পরিবারের উপর হামলা চালায়। এছাড়া মাসুদ এরআগে চুড়ামনকাঠি বাজারে মোটোরসাইকেল মেরামোতের কাজ করতো। মাদক বিক্রির বিষয়ে দোকান মালিক জেনে যাওয়াই তাকে চুড়ামনকাঠি বাজার থেকে বিতারিত করেছে স্থানীয়রা। পরে মাসুদ শাহরতলী শানতলা বাজারে মোটোরসাইকেল মেরামোতের দোকানের আড়ালে মাদক বিক্রি করে। আর মাদক বিক্রিতে বাধা দেওয়াই এ হামলা চালায় তার পরিবারের উপর।অভিযোগে তিনি আরো জানান, গত সোমবার বাড়িতে প্রবেশ রাস্তাকে কেন্দ্র করে তার ভাই আনতার আলী মোল্লা, ভাইপো মাসুদ রানা, নান্নু, আনতার আলীর শ্বশুর ইউনুস আলী ও স্ত্রী আবরন নেছা তার তার ভাই নাজিম উদ্দীন মোল্লা ও তার বাবা সাখাত আলী মোল্লাকে মারপিট করেছে। জমি-জায়গা সংক্রান্ত বিষয়কে নিয়ে ভাই আনতার আলী মোল্লার সাথে বিরোধ ছিল। সেই বিরুদ্ধের জের ধরে বাড়ির প্রবেশ রাস্তাকে ইস্যু করে ভাই, ভাতিজারা তার ও বাবার উপর হামলা চালায়। লোহার রড়, জিআইপি পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি নিষেধ করলে তারা আরো ক্ষেপে যায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে। তিনি রক্তাক্ত ও জখম হয়েছেন। স্ত্রী চায়না বেগম ভাইয়ের বৌ সখিনা ও বর্ষা খাতুন ঠেকাতে এলে আসামীরা তাদের শ্লীনতাহানী ঘটায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এখন প্রতিনিয়ত আসামীরা তাদের হত্যার হুমকি দিচ্ছে। তিনি তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন।