1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

দেশের সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করে : নূরুল হাসান ফরিদী

  • প্রকাশের সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার সংবাদটি পাঠিত
দেশের সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করে : নূরুল হাসান ফরিদী

জহুরুল ইসলাম

যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীটির খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। সমাবেশে তিনি বলেন, ‘দেশের যেকোন সংকটকালে আনসার বাহিনী স্ব স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিস্ক্রিয় ছিলেন; তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সকল সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সকল সক্ষমতা সমুন্নত রেখেছেন। তাই এ বিভাগের সকল সদস্যকে সততা, দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে যশোর জেলা কমান্ডার আল- আমিন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, জেলা আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এফতেখারুল ইসলাম, যশোর জেলা কমান্ড্যান্ট আল আমিন, সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট আশরাফুজ্জামান। সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION