কণ্ঠ ডেস্ক
চলতি বছরে বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। ৫০ বছরের এই সম্পর্ক যথাযথভাবে উদযাপন করা হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সাইডলাইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী যথাযথভাবে উদযাপন উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তার ওমানি প্রতিপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।পররাষ্ট্র উপদেষ্টা ডাক্তার, প্রকৌশলী, আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন। তিনি জ্বালানি খাতে সহযোগিতা কামনা করেন। তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান আল মুরাইখির সঙ্গে বৈঠক করেছেন। তিনি কাতারে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। তিনি সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সঙ্গে দেখা করতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয় পক্ষই বিনিয়োগের খাত চিহ্নিত করতে কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।