আব্দুল খালেক,কেশবপুর(যশোর)
যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি গ্রামের আওয়ামীলীগ নেতা মাস্টার শওকাত হোসেনের বিরুদ্ধে কেশবপুর-জামালগঞ্জ সড়কের বৃহদাকার ৪টি মেহেগুনি গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার বিকেলে সরেজমিনে গেলে এলাকাবাসি জানায়, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি গ্রামের নাজিম উদ্দিন সরদারের ছেলে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শওকাত হোসেন কেশবপুর-জামালগঞ্জ সড়কের ৪০’হাজার টাকা মূল্যের ২টি মেহেগুনি গাছ ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছেন। ওই দিন সকালে ব্যাপারীরা গাছ কর্তন করতে আসলে এলাকাবাসি বিষয়টি মজিদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তকা শহিদুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন। এর আগে গাছের বড় বড় ডাল কেটে জামালগঞ্জ বাজারে রেখে দিয়েছেন। এছাড়া গত সপ্তাহে আওয়ামী লীগের এ প্রভাব শালী নেতা একই স্থান থেকে ৩০”হাজার টাকা মূল্যের আরো ২ টি মেহেগুনি গাছ কেটে ব্যাপারির কাছে বিক্রি করে দেন বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে মাস্টার শওকাত হোসেন বলেন, আমার জায়গায় লাগানো ৪টি মেহেগুনি গাছ ব্যাপারির কাছে বিক্রি করেছি। তার মধ্যে দু”টি গাছ গত সপ্তাহে মারা হয়েছে। বাকি দু”টি গাছ গত শনিবার মারতে গেলে মজিদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম তা বন্ধ করে দিয়েছেন। জমি মাপের পর যদি গাছ দুটি আমার জমিতে পড়ে তাহলে মেরে নেওয়া হবে। মজিদপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।