কণ্ঠ ডেস্ক
জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহতদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন দেশে পাঠাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। তিনি জানান, পররাষ্ট্র, স্বাস্থ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুত ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো সহায়ক ভূমিকা পালন করছে। মোহাম্মদ রফিকুল আলম জানান, গত এক সপ্তাহে (৭ থেকে ১২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে চিকিৎসার জন্য ১০টি ভিসা করানো সম্ভব হয়েছে। গত ৮ ও ৯ ফেব্রুয়ারি স্ট্রেচার সিটে করে দুজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত রোগীকে দেশটিতে পাঠানো হয়েছে। এছাড়াও ১০ তারিখে আরও ৬ জন রোগী থাইল্যান্ডে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ব্যাংককে অবস্থিত বাংলাদেশ মিশন এই রোগীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।