1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

  • প্রকাশের সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার সংবাদটি পাঠিত
৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

কণ্ঠ ডেস্ক

এবার সিঙ্গাপুর থেকে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানিতে ব্যয় হবে ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এই চালের প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার। আর মোট ক্রয় মূল্য ধরা হয়েছে ২৬৫ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকা। খাদ্য অধিদফতরের মাধ্যমে এ চাল কেনা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION