কণ্ঠ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তি র পদ সাময়িক স্থগিত করেছে।৪ ফেব্রুয়ারি মজ্ঞলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ পদ স্থগিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ রয়েছে,”সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত আপনার কিছু কর্মকান্ড আমাদের নজরে এসেছে। যার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আপনার সদস্য সচিব পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো।”
একই সঙ্গে ওই চিঠিতে আনিত অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যদের দ্বারা গঠিত তদন্ত কমিটির সম্মুখে তিন কার্য দিবসের মধ্যে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তদন্ত কমিটিতে আছেন, আশরেফা খাতুন,ওয়াহিদুজ্জামান ওআকরাম হোসাইন রাজ।