1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

মণিরামপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

  • প্রকাশের সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার সংবাদটি পাঠিত
মণিরামপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

মণিরামপুর(যশোর)প্রতিনিধি

“ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠ মুক্ত দেশ গড়ি’ স্লোগানকে সামনে নিয়ে মণিরামপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করেন। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুজ্জামান মুজাহিদের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ ইদ্রিস আলী, ডাঃ সুমন কবীর, আরএমও ডাঃ হুমায়ুন রশীদ, ডাঃ অনুপ বসু, ডাঃ ফরিদুল ইসলাম, ডাঃ রঘুরাম চন্দ্র,ডাঃ নাহিদ হোসেন, স্টোর কিপার সাইফুল ইসলাম, কুষ্ঠ রোগ সংক্রান্ত সমন্বয়কারী মহিতোষ সরকার প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক সময়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ ভালো হয়। কুষ্ঠ নিয়ে আমাদের সমাজে এখনও যে কুসংস্কার রয়েছে তা দূর করতে হবে।কুষ্ঠ রোগে আক্রান্ত হলে লজ্জার বা ভয়ের কিছু নেই। নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র পরামর্শ নেয়ার তাগিদ দেন বক্তারা। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার এই দিবসটি পালন করা হয়। কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং আক্রান্তদের সাহায্য করতে দিবসটি পালন করা হয়। কুষ্ঠরোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড়ভাব এই রোগের লক্ষণ। চিকিৎসকরা বলছেন, সঠিক সময় শনাক্ত এবং যথাযথ চিকিৎসা পেলে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION