1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোল হাইস্কুলে এসএসসি ব্যাচ ০৭ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪১ বার সংবাদটি পাঠিত

জাহিদ হাসান

“বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেব হোক শপথ” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল হাইস্কুলে এসএসসি ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলটির ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসএসসি ২০০৭ ব্যাচের আয়োজনে অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা।

২রা এপ্রিল বুধবার বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান স্যারের সভাপতিত্ব এবং ০৭ ব্যাচের বন্ধু আফসান আক্কার এ্যানির সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, প্রায় প্রতি বছর বছর আমরা এ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ‘বন্ধুত্ব চিরদিন ‘ এ প্রতিপাদ্যকে মনে প্রাণে ধারণ করে আমরা আবারো এ অনুষ্ঠানের আয়োজন করেছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হবে বলে আমি প্রত্যাশা করি।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষকদের বক্তব্যে মোখলেছুর রহমান বলেন, অনেক বছর পর আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে এমন অনুষ্ঠানে আবারো দেখা হওয়ায় আমি খুবই আনন্দিত। এই ব্যাচটি বিভিন্ন সময় নানা সামাজিক কাজের মাধ্যমে বেনাপোলের সাধারণ মানুষের সাথে মিশে আছে। আমি আশা করবো ভবিষ্যতেও তোমরা আরো বেশি তোমাদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই বেনাপোলের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাথে নিজেদের সম্পৃক্ত রাখবে।

উল্লেখ্য যে, অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে শুরু করে নানা আয়োজন এবং খেলাধুলার মধ্য দিয়ে দুপুরে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION