মনিরামপুর(পৌর)প্রতিনিধি
‘‘বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক’’ এই স্লোগানকে সামনে রেখে ২২ মার্চ রোজ শনিবার সকাল ১১টায় মনিরামপুর উপজেলা পরিষদের সামনে যশোর সাতক্ষীরা সড়কে উপজেলা দলিত উন্নয়ন ফোরাম এর আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ডিসিএইচডিও এর বাস্তবায়নে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস ২০২৫ উপলক্ষ্যে র্র্যালি ও মানববন্ধন আয়োজন করা হয়।ডিসিএইচডিও এর নির্বাহী পরিচালক জনাব নাজমা খাতুন এর সভাপতিত্বে ও ডিসিএইচডিও এর প্রোগ্রাম ম্যানেজার আল আমীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও ডিসিএইচডিও এর নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মুসা। আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা দলিত উন্নয়ন ফোরাম এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনায় বক্তারা বলেন, ‘‘জগতজুড়ে এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি কিংবা কালো আর ধলো বাহিরেতে কেবল , ভেতরে সবার সমান রাঙা’’। কিন্তু পৃথিবী জুড়ে মানবতার এসব বানী মূলমন্ত্র হলেও বাস্তবে এর ভিন্ন চিত্র দেখা যায়। একই মানুষের মাঝে একদল শাসক শ্রেণী নানা জাতের ধর্ম বর্ণের বিভেদ সৃষ্টি করেছে। মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হচ্ছে। আমরা এইসব ভেদাভেদ ভুলে গিয়ে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের কাজকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তবেই সমাজের আমুল পরিবর্তনসহ শান্তি ও সম্প্রতি বজায় থাকবে।মানববন্ধন থেকে দাবি করা হয় প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন ২০১৩” দ্রুত পাস করতে হবে, দলিত জনগোষ্ঠীেকে সরকারি পরিসেবায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে, দলিত জনগোষ্ঠীর মানুষ কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।র্র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ডিসিএইচডিও এর এ্যাডমিন অফিসার ইবাদুল ইসলাম, ইভেন্ট অর্গানাইজার আইয়ুব হোসেন, ভলেন্টিয়ার জসিমউদদীন, রাধা রানি দাস।