স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা কচুয়া ইউনিয়নের ২ নং শাখার উদ্যোগে এলাকার সুধী জনদের সম্মানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কচুয়া হাইস্কুল মাঠে ২ নং ওয়ার্ড জামাতে ইসলামীর সভাপতি কামরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন যশোর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল হান্নান, সেক্রেটারি সিরাজুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, ইমামুল খান, শিহাব উদ্দিন প্রমূখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মালেক খান বলেন, “আগামী দিন এ দেশে কুরআনের পতাকা উড়বে, এবং সেটা বেশিদূরে নয়, ইনশাআল্লাহ ২০২৫ সালেই আমাদের বিজয় হবে। ইতিমধ্যে সব ইসলামী দল যারা কোরআনের পক্ষে কথা বলে তারা এক হতে শুরু করেছে। আগামী দিন যদি কচুয়া ইউনিয়নবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে কোনো দখলবাণিজ্য বা চাঁদাবাজি হবে না। তিনি সবাইকে নিয়ে এ ইউনিয়নে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস নিশ্চিত করবেন।”