1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সময় টিভির সাংবাদিক সজিব ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার সংবাদটি পাঠিত
সময় টিভির সাংবাদিক সজিব ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত

আবুল কাশেম,নড়াইল

ছিনতাইকারীদের হামলায় সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিব (৩০) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম। আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শিফাত ও বরকত নামে দুই যুবক মোটরসাইকেল নিয়ে নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি শিফাত ও বরকতের কাছে এতো রাতে সেতুর ওপর কি কারণে দাঁড়িয়ে আছে জানতে চান। একপর্যায়ে তাদের মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলের চাবি নেওয়ার চেষ্টা করেন তারা। বিষয়টি নজরে আসে সময় টিভির সাংবাদিক সজিবুর রহমান সজিবের। তিনি এগিয়ে গিয়ে ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চান। একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় এনএসআই পরিচয়দানকারী ওই দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র বের করে সজিবকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন। ছিনতাইকারীদের হামলায় তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়। এ সময় সজিবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস বলেন, ‘সজিবুর রহমানের হাত, পা ও পেটে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘সজিবের ওপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর পুলিশ হাসপাতালে ছুটে যায়। বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION