দেলোয়ার হোসেন,কলারোয়া(সাতক্ষীরা)
সাতক্ষীরা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা জুড়ে ও রাস্তার দু’ধারের বড় বড় মূল্যবান গাছ শুকিয়ে এখন ধ্বংসের মুখে। সংশ্লিষ্টদের গাফিলতির জন্য সরকারি লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশে রোগীদের বিশ্রামে স্থানে গাছের গুঁড়ি। এর মধ্য দিয়ে সেবা নিতে আসা রোগীদের চলাচল করতে হচ্ছে। গাছগুলোর এমন বিরূপ অবস্থায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গোটা হাসপাতাল এলাকা জুড়ে রয়েছে ৩০-৪০ টি এ ধরনের শুকিয়ে যাওয়া মরা গাছ। সেবা নিতে আসা রকিব নামের এক ব্যক্তি বলেন, এই গাছ গুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ। দ্রুত কাটার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পদ। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারেই উদাসীন। কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে গাছ এ রকম শুকনো গাছের কঙ্কালসার চিত্র দেখা গেছে। সড়ক ও জনপথ বিভাগের সড়ক, এলজিইডির সড়কের দু’ধারে সরকারিভাবে লাগানো সারিবদ্ধ বড় বড় গাছগুলো নানা কারণে শুকিয়ো মরে যাচ্ছে। শোনা যায়, এক ধরনের বিষাক্ত পোকা গাছে আক্রমণ করছে। তার ফলে গাছ ধীরে ধীরে শুকিয়ে মরে যাচ্ছে। পরে এলাকার অসাধুচক্রের লোকজন অল্প অল্প করে ডালপালা কেটে বিক্রি করে দিচ্ছে। এভাবেই দায়িত্বশীলদের অবহেলায় লাখ লাখ টাকার মূল্যবান সম্পদ ধ্বংসের দ্বারপ্রান্তে। এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের সোনাবাড়িয়া-মাদরাসহ বিভিন্ন এলাকার সড়কের ধারে বেশ কিছু বড়গাছ রাস্তার মাঝখানে ঝুলে আছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ চোখ মেলে দেখার কেউ নেই। উপজেলার বিভিন্ন সড়কের গাছ এভাবে নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার প্রতিবেদনে বলেন এরকম কিছু হলে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। এ বিষয়ে ‘তালা-কলারোয়া রেঞ্জের বন কর্মকর্তা ইউনুস এ প্রতিবেদককে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বছর আগে টেন্ডারের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী তারা কোন খোঁজ খবর নেয় নাই। রাস্তার পাশের ওই গাছগুলি দেখভাল করার দায়িত্ব আমাদের না। ওই গাছগুলি দেখভাল করে থাকে সড়ক ও জনপথ বিভাগ, জেলা পরিষদ। বনায়ন কর্মসূচির আওয়তায় যে গাছ রয়েছে তার দায়িত্ব আমাদের। তবে তারা আমাদের সহযোগিতা চাইলে নিতে পারে। এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিষয়টি জানিয়ে দেব। তারাই ব্যবস্থা নেবেন। গাছ রাস্তার পাশের সারিবদ্ধভাবে মাথা উঁচু করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। সেই গাছগুলি মরে এক দিকে পরিবেশের বিপর্যয় হচ্ছে, অন্যদিকে সরকারের লাখ লাখ টাকার বনজসম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে।