1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরের গর্ব বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক তামিম

  • প্রকাশের সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার সংবাদটি পাঠিত
যশোরের গর্ব বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক তামিম

মোঃ শফিকুল ইসলাম,যশোর

তামিম ইকবাল, তানজিদ হাসান তামিমের পর বাংলাদেশের ক্রিকেটে আরেক তামিমকে পাওয়া গেল। তিনি আজিজুল হাকিম তামিম। যুব এশিয়া কাপ (অনূর্ধ্ব-১৯) বাংলাদেশ দলের অধিনায়ক তিনি। তামিমের নেতৃত্বে রোববার ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। তামিম যশোরের ছেলে। শহরের বারান্দীপাড়া কদমতলায় জন্ম নেয়া তামিমরা ২ ভাই ও ২ বোন। তার পিতা মোহাম্মদ হুসাইন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও মা সুলতানা পারভিন গৃহিনী। তামিম যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালো এসএসসি পরীক্ষার্থী। এদিকে, তামিমো নেতৃত্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় যশোরে আনন্দ শোভাযাত্রা হয়েছে। রোববার রাতে শহরের দড়াটানা থেকে শোভাযাত্রাটি বের হয়। আজিজুল হাকিম তামিম ব্যাটিং অলরাউন্ডার। বাহাতে ব্যাট করেন এবং ডান হাতে অফস্পিন করেন। এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজে ওয়ানডেতে ৩-০ তে জয় পায় স্বাগতিকরা। এই সিরিজেও বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তামিম। এরপরই আলোচনায় উঠে আসেন এই ১৭ বছর বয়সী ক্রিকেটার। এরপর চলমান এশিয়া কাপ দিয়ে আরো আলোচনায় উঠে এসেছেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাকান এই টপ অর্ডার ব্যাটার। পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালেও তুলেছেন এই তরুণ। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম। ৪ ইনিংসে ১১২ গড় ও ৮৪.৮৫ স্ট্রাইক রেটে ২২৪ রান করেন তিনি। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে। সবমিলিয়ে ব্যাটিং-বোলিং-নেতৃত্ব সব বিভাগেই পারদর্শী তামিম। এই রিদম ধরে রাখতে পারলে আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভালো ফলাফল বয়ে আনতে পারবে বাংলাদেশ। এমনকি জাতীয় দলের দরজাও তার জন্য খুলে যাবে। আজিজুল হাকিম তামিমের পিতা মোহাম্মদ হুসাইন বলেন, চতুর্থ শ্রেনীতে পড়াকালিন সময় থেকে ক্রিকেটে আসে তামিম। তাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছি আমি। পরে অনূর্ধ্ব-১৪ দলে ডাক পায়। এরপর থেকে ক্রিকেটে আরও সিরিয়াস হয় সে। ২০১২ সালের দিকে যশোর ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করে দেয়া হয়। সেখানে মূলত ক্রিকেটের তালিম নেয় আমার ছেটো ছেলে। তারপর এ পর্যন্ত আসা। (রোববার) তামিমের নেতৃত্বে শক্তিশালী ভারতকে পরাজিত করে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এতে গর্বে আমার বুক ভরে গেছে। দেশবাসীর কাছে আমার ছেলের জন্য দোয়া চাই। সে যেন এমনিভাবে ভালো খেলে এবং একদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। তিনি আরও বলেন, তামিমের ইচ্ছা আসন্ন যুব বিশ^কাপ জেতা। যশোর ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বের্ডের যশোরের প্রশিক্ষক আজিজুম হক আজিম বলেন, আমার ক্রিকেট কোচিং সেন্টারে তামিমের ক্রিকেটের হাতেখড়ি। তামিম খুব ভালো খেলোয়াড়। তার সবচেয়ে ভালো গুণ হলো সে কথা শোনে এবং খেলার প্রতি মনোযোগী। সে একদিন ক্রিকেটের বড় তারকা হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION