1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

  • প্রকাশের সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার সংবাদটি পাঠিত
কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

দেলোয়ার হোসেন,কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, র‍্যালি, মানববন্ধন এবং আলোচনা সভা। সোমবার সকাল সাড়ে ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এরপর র‍্যালি শেষে উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর- সাতক্ষীরা মহাসড়কে পাশে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতিবিরোধী নানা প্ল্যাকার্ড তুলে ধরা হয়। কর্মসূচিতে স্কাউটসের শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক এর খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচারক শামিম রেজা। বক্তারা দুর্নীতিবিরোধী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের স্ব স্ব ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সেইসাথে দুর্নীতিকে ‘না’ বলার মানসিকতা সৃষ্টিতে গুরুত্বারোপ করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, এইচএম রোকনুজ্জামান, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার উপপরিদর্শক অনিরুদ্ধ, সরকারি পাইলট হাইস্কুলের সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক অনুপ কুমার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, লতিফা আক্তার, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সাইফুল ইসলাম, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ, সাংবাদিক বিএম আফজাল হোসেন পলাশ, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION