1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

৬০ রান করে থামলেন তানজিদ

  • প্রকাশের সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার সংবাদটি পাঠিত
৬০ রান করে থামলেন তানজিদ

কণ্ঠ ডেস্ক

বাংলাদেশ: ২৩.৩ ওভারে ১২৫/৩ (মিরাজ ৩৭*, তানজিদ ৬০, লিটন ২, সৌম্য ১৯)
আবার কার্টির হাত ফসকে জীবন পেলেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ দ্বিতীয়বার জীবন পেলেন ৩১ রানে। এবারও তার ক্যাচ নিতে পারলেন না কিসি কার্টি। বাংলাদেশ অধিনায়কের দুটি ক্যাচ ফেললেন উইন্ডিজ ফিল্ডার। ২০তম ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডানদিকে ডাইভ দিলে বল তার আঙুল ছুঁয়ে মাটিতে পড়ে। দশম ওভারে মাত্র ১ রানে জীবন পান মিরাজ।
তানজিদের তৃতীয় হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের একশ
১৮তম ওভারে রোস্টন চেজের বলে সিঙ্গেল নিয়ে ফিফটিতে পৌঁছালেন তানজিদ হাসান তামিম। ৪৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি এবং বাংলাদেশও পৌঁছালো একশতে। এই ওপেনারের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটি ইতোমধ্যে পঞ্চাশ ছাড়িয়েছে। ৪৬ রানে তারা জুটি বাঁধেন।
প্রথম পাওয়ার প্লেতে তানজিদ ঝলকে বাংলাদেশের ৫৮ রান
ওপেনিংয়ে নেমে সৌম্য সরকারকে বেশিক্ষণ পাননি তানজিদ হাসান তামিম। লিটন দাসও টিকতে পারেননি। ৪৬ রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লেতে ঝলক দেখালেন তানজিদ। বাংলাদেশি ওপেনার দ্বিতীয় ওভারে ছক্কা মারেন। পরে বল বুঝে চারও মেরে রানের খাতা সচল রেখেছেন। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে সফরকারীদের স্কোর ২ উইকেটে ৫৮ রান। তানজিদ ২৭ ও মিরাজ ৬ রানে অপরাজিত আছেন।
কার্টির হাত ফসকে জীবন পেলেন মিরাজ
দশম ওভারের প্রথম বলে বাউন্ডারি মারলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু রোমারিও শেফার্ডের দুই ওভরে দ্বিতীয় শিকার হতে পারতেন তিনি। তার আপারকাটে খেলা শট ডিপ থার্ড থেকে ডানদিকে দৌড়ে এসে বল হাতে নিয়েও রাখতে পারেননি কিসি কার্টি। ১ রানে দ্বিতীয়বার জীবন পেলেন বাংলাদেশ অধিনায়ক। শেফার্ডের আগের ওভারে এলবিডব্লিউর বিরুদ্ধে রিভিউ নিয়ে টিকে যান মিরাজ।
তানজিদের বাউন্ডারিতে বাংলাদেশের পঞ্চাশ
নবম ওভারের শেষ বলে জাস্টিন গ্রিভসকে চার মেরে বাংলাদেশের স্কোর পঞ্চাশ পার করলেন তানজিদ হাসান তামিম। ৯ ওভারে ২ উইকেটে সফরকারীদের স্কোর ৫২ রান।
২ রানে আউট লিটন, রিভিউ নিয়ে টিকে গেলেন মিরাজ
সপ্তম ওভারের ঘটনা। আলজারি জোসেফের বল শাই হোপের গ্লাভসে ধরা পড়লো। রিভিউ নিতে চেয়েও নিলো না উইন্ডিজ। পরে রিপ্লেতে ধরা পড়লো ব্যাটে স্পাইক করেছে। লিটন দাসের তখন ১ রান। ভাগ্যে পাওয়া এই উইকেট বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেননি বাংলাদেশি ব্যাটার। পরের ওভারে রোমারিও শেফার্ড বল হাতে নিয়েই তাকে ফেরান। অষ্টম ওভারের দ্বিতীয় বলে হোপের ক্যাচ হন লিটন। ৭ বলে করেন মাত্র ২ রান। ৪৬ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়লো। একই ওভারে মেহেদী হাসান মিরাজের বিরুদ্ধে শেফার্ড এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তোলেন। বাংলাদেশ অধিনায়ক রিভিউ নিয়ে বেঁচে যান।
আলজারিকে দুটি চার মারার পর আউট সৌম্য
প্রথম ৯ বলে মাত্র্র চার রান করার পর জেইডেন সিলসকে প্রথম চার মারেন সৌম্য সরকার। হাত খুলেছিল তারপর। পঞ্চম ওভারে আলজারি জোসেফকে দুটি বাউন্ডারি মারলেন। বাংলাদেশের ওপেনার ছন্দে ফিরতেই বিদায় নিলেন। ওই ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসারের বলে আউটসাইড এজ হয়ে শাই হোপের ক্যাচ হন সৌম্য। ১৮ বলে ৩ চারে ১৯ রান করেন তিনি। ৪.৫ ওভারে ৩৪ রানে এক উইকেট হারালো বাংলাদেশ।
সিলসকে ছক্কা মেরে গ্যালারি মাতালেন তানজিদ
আলজারি জোসেফের প্রথম ৬ বলে বাংলাদেশ তিন রান নিতে পেরেছে। ওপেনিংয়ে খেলছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। পরের ওভারে জেইডেন সিলসের মাথার ওপর দিয়ে সোজাসুজি শট খেলে ছক্কা মারেন তানজিদ। তিনি তৃতীয় ওভারে আরও একটি বাউন্ডারি হাঁকান। সৌম্য সরকারও চতুর্থ ওভারে চার মারেন। ৪ ওভারে বাংলাদেশ করেছে ২৪ রান।
টস জিতেছে বাংলাদেশ
সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশ। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে মেহেদী হাসান মিরাজ বলেছেন উইকেট দেখে খুব ভালো মনে হয়েছে। সেই সুবিধা কাজে লাগিয়ে ২৮০ রান করতে চান তারা। তবে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ বলেছেন, তিনি টস জিতলে বোলিং নিতেন। কারণ শুরুর উইকেটে আর্দ্রতা আছে। আর সেটাই বোলারদের জন্য বড় ফ্যাক্টর হতে পারে।
একাদশে কারা
বাংলাদেশ তিন পেসার, দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গে তানজিদ হাসান। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা।চার পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গুডাকেশ মোটির সঙ্গে স্পিনে আছেন রোস্টন চেজ। পেস বোলিংয়ে আলজারি জোসেফ, জেইডেন সিলসের সঙ্গে দুই অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও জাস্টিন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION