কণ্ঠ ডেস্ক
প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের (রবিবার) আগের দিন শনিবার রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন মোট ১৩৯ জন। সেখান থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীর জন্য ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নেওয়া হয়েছে। যিনি গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তামিলনাড়ু থেকে অশ্বিনই প্রথমবার এই পুরস্কার পেলেন না। তার আগে ২০০৩ সালে পদ্মশ্রী পেয়েছেন লিজেন্ডারি স্পিনার শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন। প্রতি বছর ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দিয়ে থাকে। ভারতের সাবেক হকি অধিনায়ক পিআর শ্রীজেশকে দেওয়া হচ্ছে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ। সম্মাননা তালিকায় খেলোয়াড় রয়েছেন ৪জন আর প্যারা অ্যাথলেটিকস কোচ একজন। পদ্মশ্রী পাওয়া বাকি খেলোয়াড় হলেন ভারতের সাবেক ফুটবলার আইএম বিজয়ন ও ভারতের প্রথম প্যারালিম্পিক সোনা জয়ী আর্চার হারভিন্দর সিং। প্যারা অ্যাথলেটিকস কোচ হিসেবে সত্যপাল সিং পাচ্ছেন পদ্মশ্রী।