দেলোয়ার হোসেন,কলারোয়া(সাতক্ষীরা)
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা ছাপানো মেশিন এবং ২৪ হাজার ৫ শত নগত জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার পৌর সদরের ৫নং ওয়ার্ড ঝিকরা গ্রামস্থ প্লাস্টিক সামগ্রীর এক দোকান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পৌর সদরের ঝিকরা গ্রামের সিনেমা হল মোড় এলাকার আবুল কাশেমের ছেলে কবিরুল ইসলাম (৩০) একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৭)।থানা ও এলাকবাসি সূত্রে জানা যায়, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,পৌর সদরের ঝিকরা গ্রামের কবিরুলের নিজস্ব প্লাস্টিকের দোকানে জাল টাকার বিভিন্ন সরমঞ্জামাদি দিয়ে জাল টাকা তৈরী করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই সময় থানার এস আই আব্দুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার কবিরুল ও তার সহযোগি জুয়েল দোকান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে কবিরুলের দেহ তল্লাশী করে জ্যাকেটের ভিতর থেকে ২১ হাজার জাল টাকা ও জুলের গেঞ্জির ভিতর থেকে ৩ হাজার ৫ শত জাল টাকা মোট ২৪ হাজার ৫ শত জাল টাকা উদ্ধারসহ জব্দ করা হয়। পরে ওই দোকান থেকে জাল টাকার নোট তৈরীর একটি কালো রংয়ের কালার প্রিন্টার মেশিন যার গায়ে ইফসন লেখা উদ্ধার করাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়।কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসূল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে আটকৃদের সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও তিনি জানান।