কণ্ঠ ডেস্ক
হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে বিষয়টি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির টেবিলে আছে। তবে রবিবার সোশাল মিডিয়াতে ছড়িয়ে পরে কাল্পনিক এক তথ্য। গুজব রটে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে খেলানোর জন্য বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফিফা স্টাটাস কমিটির অনুমতির জন্য রাতে ফিফার সদর দপ্তরে যাচ্ছেন! যা সত্যি নয় বলে বাংলা ট্রিবিউনের কাছে নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি স্বয়ং। পরবর্তীতে ফেসবুক নিজের ভেরিফায়েড পেজে তাবিথ আউয়াল লিখেছেন, ‘ফিফা থেকে হামজা চৌধুরীর প্লেয়ার্স স্ট্যাটাস পাওয়া ও আমাকে জড়িয়ে এই মিথ্যা তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আমি দেশের গণমাধ্যমকর্মী ও জনগণকে জানাতে চাই, বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর খেলার সুযোগের বিষয়ে বাফুফে প্রয়োজনীয় সবকিছু করছে। কিন্তু এই ফটো কার্ডে উল্লেখ করা ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক।’ এরপরই আহবান জানিয়ে তিনি বলেছেন, ‘আমি সবাইকে ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। একই সঙ্গে এমন আনঅফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ থেকে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন এবং এগুলো আমলে না নেওয়ারও অনুরোধ করছি।’