বাগেরহাট প্রতিনিধি
কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর এলাকায় আগুনে পুড়ে দুইটি দোকান ও সোনার বাংলা ক্লাবঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে এ ঘটনায় তাদের ১০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাত ৩ টার দিকে স্থানীয়রা আগুনের ঘটনা টের পেলে ডাক চিৎকার দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রিপন কুমার ঘোষের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল রাত ৪.৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের একজন আলী আজম সরদারের ছেলে মেহেদী হাসান স্বাধীন এবং আরেক জন জাহাঙ্গীর আলোম সরদার এর ছেলে মোঃ মেহেদী হাসান। তাদের উভয়ের বাড়ি চরসোনাকুর এলাকায়। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, মূলত শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তাদের সর্বমোট এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা বলছে সব মিলিয়ে তাদের ১০ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে লিখিত অভিযোগ করবেন বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন। রাতেই কচুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।