বাগেরহাট প্রতিনিধি
“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যক সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শহরের পুরাতন পুলিশ লাইন এর সামনে থেকে নিরাপদ সড়ক চাই সংগঠন, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সরকারী বালক উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। পরে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে নিরাপদ সড়কে করনীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।