1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

কৃষকের বাড়ির জালে আটকা পড়লো ৮ ফুট লম্বা অজগর

  • প্রকাশের সময় বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩৬ বার সংবাদটি পাঠিত

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নে এক কৃষকের বসতবাড়ির জালে ধরা পড়েছে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ভিটিআরটি সদস্যরা সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন। পূর্ব সুন্দরবনের বন বিভাগের ধানসাগর স্টেশনের গুলিশাখালী টহলফাঁড়ি এলাকার ভিটিআরটি সদস্য টিম লিডার বারেক হাওলাদার জানান, মঙ্গলবার সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কৃষক এমাদুল ইসলামের বসতবাড়ির কৃষি ক্ষেতে ঘেরা দেওয়া জালে একটি অজগর সাপ আটকে পড়ে। এ সংবাদের ভিত্তিতে ভিটিআরটির একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। ধরা পড়া অজগরটি আয়তনে ৮ ফুট লম্বা, ওজন ৮ কেজি। খবরটি জানাজানি হলে স্থানীয় লোকজন সাপটি দেখতে ভিড় জমায়। পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটিকে পশ্চিম গুলিশাখালী টহলফাঁড়ির ফরেস্ট ক্যাম্পে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়।এ সর্ম্পকে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তার পরিষদ সংলগ্ন কৃষক এমাদুল ইসলামের বাড়িতে জালে ধরা পড়া অজগরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটি বিকেলে সুন্দরবনে অবমুক্ত করেছেন বলে ফরেস্ট সদস্যরা তাকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে গুলিশাখালী টহলফাঁড়ি ফরেস্ট ক্যাম্পের দায়িত্বরত ফরেস্ট সদস্য আব্দুল বাছেদ জানান, গুলিশাখালী কৃষকের বাড়ি থেকে উদ্ধারকৃত অজগর সাপটি বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION