1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

নড়াইলে দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ বার সংবাদটি পাঠিত
নড়াইলে দুই মাদক কারবারি গ্রেফতার
নড়াইল সদর প্রতিনিধি
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. ইমরান আলী (২৪), ও মো. উজ্জল হোসেন (২৬) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাব্বিরুল আলম বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো: ইমরান আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মো: কামাল হোসেনের ছেলে ও মো: উজ্জ্বল হোসেন একই গ্রামের মো.বেল্লাল হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত (১৩ নভেম্বর) রাতে নড়াইল জেলার সদর থানাধীন পৌরসভার হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার গোয়েন্দা শাখার ইনচার্জ মো.সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নি:) মো: ফারুক হোসেন সঙ্গীয় ও ফোর্সসহ অভিযান চালিয়ে মো: ইমরান আলী ও মো: উজ্জল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION