1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ভবদহের পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের দিকে যেতে চাই : রিজওয়ানা হাসান

  • প্রকাশের সময় রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক

যশোরের দুঃখ ভবদহের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম আমডাঙা খাল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল এলাকায় গণশুনানিতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তিনি অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের ভোগান্তির কথা শোনেন। কীভাবে ভবদহ জলাবদ্ধতার সমস্যার সমাধান করা যায় এ বিষয়ে নানা পরামর্শ শুনেন।জলাবদ্ধতায় ভুক্তভোগী মানুষের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাঁচ লাখ মানুষের ভোগান্তির সমাধান আগে করতে হবে। আমরা একটি স্থায়ী সমাধানের দিকে যেতে চাই। ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করা হবে। আরও বলেন, পাঁচ-ছয় বছর পরপর যাতে একই সমস্যা না হয় সেজন্য স্থায়ী সমাধান প্রয়োজন। গত ২০ বছর ধরে এ সমস্যা দেখছি, এ সমস্যার সমাধান হয়নি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION