1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

‘নৃত্যাঞ্চল পদক’ পাচ্ছেন কুমকুম রানী চন্দ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার সংবাদটি পাঠিত
‘নৃত্যাঞ্চল পদক’ পাচ্ছেন কুমকুম রানী চন্দ

কণ্ঠ ডেস্ক

বাংলার ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের গুণীজন শ্রীমতি কুমকুম রানী চন্দকে ‘নৃত্যাঞ্চল পদক-২০২৪’-এ ভূষিত করা হচ্ছে। ৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই ঘোষণা দেওয়া হয়। এদিন নাম ঘোষণার পাশাপাশি নৃত্যাঞ্চল-এর প্রাণ-পুরুষ মুহাম্মদ জাহাঙ্গীর-এর জন্মদিন উপলক্ষে স্মরণসভা ও আনন্দ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যাঞ্চলের সকল কলাকুশলীরা মঞ্চে উঠে মুহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে ভাবনা ও তার পরিকল্পনাকে বাস্তবায়িত এবং নৃত্যাঞ্চলের সকল কর্ম ও সৃজনে তাকে স্মরণ করবার দৃঢ় শপথ নেন। এরপর মুহাম্মদ জাহাঙ্গীরের কর্মময় জীবনের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে তার কর্মময় জীবনের ওপর আলোচনা করেন বড় ভাই অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, বরেণ্য নৃত্যশিল্পী কাজল ইব্রাহিম প্রমুখ। এরপর ২০২২ সালের পদক প্রদান ও লোকনৃত্য উৎসবের কিছু অংশ দর্শকদের সামনে প্রদর্শন করা হয়। ‘নৃত্যাঞ্চল পদক-২০২৪’-এর জন্য শ্রীমতি কুমকুম রানী চন্দ’র নাম ঘোষণা করেন মুহাম্মদ জাহাঙ্গীরের সহধর্মিণী রেহানা আক্তার ঝর্ণা। শেষে নৃত্যাঞ্চলের শিল্পীরা পরিবেশন করে ধামাইল নৃত্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা নন্দিত নৃত্যশিল্পী ও পরিচালক শামীম আরা নীপা। নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহাঙ্গীর স্বপ্ন দেখতেন নৃত্যাঞ্চল এদেশের মৌলিক ও সক্রিয় ধারার নৃত্যগুলোকে এগিয়ে নিয়ে যাবে। তারই ধারাবাহিকতায় নৃত্যাঞ্চল প্রতি দু’বছর অন্তর লোকনৃত্য উৎসবের আয়োজন করে আসছে। আগামী ফেব্রুয়ারি মাসে তিন দিনব্যাপী লোকনৃত্য উৎসব ‘শেকড়ের সন্ধানে বাংলার লোকনৃত্য’ আয়োজনের মাধ্যমে ‘নৃত্যাঞ্চল পদক ২০২৪’ প্রদান করা হবে শ্রীমতি কুমকুম রানী চন্দকে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION