মণিরামপুর(পৌর)প্রতিনিধি
বৃহত্তর মনিরামপুর উপজেলার প্রায় ৩ লক্ষ ভোটারের হাতে হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সভায় নির্বাচন অফিসারের দেওয়া তথ্যমতে,মনিরামপুর পৌরসভা সহ ১৭টি ইউনিয়নে সর্বোমোট ২ লক্ষ্য ৯০হাজার ৪৯৩ জন ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে।
আগামি ৪ঠা নভেম্বর থেকে ইউনিয়ন ভিত্তিক ইউপি সদস্যদের সহযোগিতায় মনিরামপুর সদর ইউনিয়ন থেকে শুরু হবে এই বিতরন কর্মসূচি।
উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
এ সভায় নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,বৃহত্তর এ উপজেলায় এত বড় একটা কর্মসূচি বাস্তবায়ন করতে মনিরামপুর উপজেলা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন।এ কর্মসূচিতে জনবল,নিরাপত্বা,কর্মসূচি শিডিউল,প্রচার প্রচারনাসহ বিভিন্ন জটিলতা আছে।৩টি স্তর সম্বলিত ২১টা সিকিউরিটির যথেষ্ট শক্তি আছে এই স্মার্ট পরিচয়পত্রে।প্রাইমারী মার্কিংয়ে আমাদের ১৫টি ল্যাপটপ,
৩টি টিমে ২৭জন লোকে সার্চিং কৌশলে ইউনিয়ন পর্যায়ে বিতরন করবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এতে পরিচয়পত্রের অপব্যাবহারের কোন সুযোগ থাকবে না।এবং যার স্মার্ট কার্ড তাকেই নিতে হবে।
এ সময় মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন,মনিরামপুর উপজেলায় প্রতিটি ভোটারের হাতে হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সঠিক ভাবে পৌঁছে দিতে স্থানীয় ইউপি সদস্যদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।স্মার্ট পরিচয়পত্র বিতরনে ভোটারদের কোন ধরনের ভোগান্তি না হয় তারজন্য মনিরামপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।বিশৃংখলা এড়াতে মনিরামপুর থানা পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে, প্রয়োজনে সেনাবাহিনী টহলে থাকবে।নির্ধারিত তারিখের আগেই এ সংক্রান্ত প্রতিটি দপ্তরকে চিঠি প্রাদান করা হবে।
৩১শে অক্টোবর বৃহঃবার সকাল ১১টায় আয়োজিত সভায় মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।