1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কলারোয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

  • প্রকাশের সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২০ বার সংবাদটি পাঠিত
কলারোয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

দেলোয়ার হোসেন,কলারোয়া(সাতক্ষীরা)

‘দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কলারোয়ায় পালিত হয়েছে “জাতীয় যুব দিবস”।উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে জাতীয় যুব দিবস অনুষ্ঠানের আয়োজন  করা হয়।শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের হয়,উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।উক্ত র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন,উপজেলা জামায়াত ইসলামী আমীর শিক্ষক কামরুজ্জামান,নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান,উপজেলা প্রাণী সম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন,নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ,প্রকল্প বাস্তবায়ন অফিসার রাকিবুল হাসান, সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, পল্লী উন্নয়ন অফিসার সোহেল আহমেদ, প্রধান শিক্ষক কামরুল হাসান,যুব অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম,আত্মকর্মি  নজরুল ইসলাম,র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন এলাকার প্রশিক্ষণ প্রাপ্ত যুব যুবতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুল লতিফ।অনুষ্ঠান শেষে ২১ জন যুবক/নারীর মাঝে ১০,৭০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।এছাড়া ৬০ জন যুব প্রশিক্ষিতকে সনদপত্র প্রদানসহ গাছের চারা বিতরণ করা হয়।অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মূহুর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে– এ কথা উল্লেখ করে বক্তারা বলেছেন, ছাত্র–শ্রমিক–জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। ‘জাতীয় যুব দিবস–২০২৪’ পালনের মাধ্যমে এ দেশের সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরো বেশি সচেতন হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION