1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’, সঙ্গে চমক

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার সংবাদটি পাঠিত
বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’, সঙ্গে চমক

কণ্ঠ ডেস্ক

১২ নভেম্বর মুক্তির ২০ বছর পূর্ণ হচ্ছে সুপারহিট ছবি ‘বীর-জারা’। যে সিনেমার মাধ্যমে উঠে এসেছিলো ভারত-পাকিস্তানের মধ্যকার প্রেম ও বৈরিতার অনবদ্য এক গল্প। সেই গল্পে নতুন করে ফিরে যেতে পারবেন দর্শকরা, এমনটাই জানা গেছে বলিউড হাঙ্গামা সূত্রে। তাই নয়, মুক্তির সময় সিনেমার দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ফেলে দেওয়া ‘ইয়ে হাম আ-গায়ে হ্যায় কাহা’ নামের বিখ্যাত গানটিও এবারের প্রিন্টে যুক্ত করা হচ্ছে। যা এবারের দর্শকদের জন্য বাড়তি প্রাপ্তি বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত বলিউডের এই অমর প্রেম কাহিনি মুক্তি পায় ২০০৪ সালের ১২ নভেম্বর। দিনটিকে লক্ষ্য করে ৭ নভেম্বর বিশ্বজুড়ে ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছে ইয়াশ রাজ ফিল্মস কর্তৃপক্ষ।একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘বীর-জারা’র দুই দশক পূর্তি উদযাপনের লক্ষ্যে বিশ্বজুড়ে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে ইয়াশ রাজ ফিল্মস। প্রতিষ্ঠানটির লক্ষ্য, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সাউথ আফ্রিকায়। উক্ত সূত্র আরও বলেন, ‘নতুন করে পুরনো মুক্তি পাওয়া ছবির এই ট্রেন্ডে ভালোই সাড়া দিচ্ছে গ্লোবাল দর্শকরা। তারসঙ্গে এবার এই ছবিটির মাধ্যমে যুক্ত হচ্ছে নতুন কিছু। ছবিটিতে যুক্ত হচ্ছে সেই বিখ্যাত গানটি, যা বড় পর্দায় এর আগে কোনও দর্শক দেখার সুযোগ পায়নি। বিষয়টি দর্শকদের জন্য রোমাঞ্চকর হবে বলে মনে করছি আমরা।’এই নভেম্বর শুধু ‘বীর-জারা’ই নয়, আরও অনেক কারণে বিশেষ হয়ে আসছে শাহরুখ খানের কাছে। ২ নভেম্বর ৫৯তম জন্মদিনে পা রাখবেন বলিউড বাদশাহ। ২২ নভেম্বর ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখের ক্যারিয়ারের আরেক ঐতিহাসিক সিনেমা ‘করণ অর্জুন’। যা ভারতে মুক্তি পেয়েছিলো ১৮৮৫ সালে।বলা দরকার, ইয়াশ চোপড়া পরিচালিত ‘বীর-জারা’র গল্পে দেখা যায়, এক পাকিস্তানী নারী ভারতে বেড়াতে এলে ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা তার প্রেমে পড়ে যায়। প্রেমের টানে প্রেমিক ছুটে যায় পাকিস্তান। সেখানে গ্রেফতার হয়ে ২২ বছর জেল খাটেন দেশটিতে। ২২ বছর পর তাদের আবার দেখা হয়। এতে আরও অভিনয় করেছেন রানী মুখার্জি, কিরণ খের, মনোজ বাজপেয়ী, অমিতাভ বচ্চন, হেমামালিনি প্রমুখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION