1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শূন্যপদ থাকলেও হচ্ছে না চাকরির নিয়োগ পরীক্ষা

  • প্রকাশের সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার সংবাদটি পাঠিত

ঢাকা অফিস

সরকারের বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক পদ শূন্য থাকলেও হচ্ছে না চাকরির নিয়োগ পরীক্ষা। শুধু চাকরিতে নিয়োগের পরীক্ষা নেয়া হচ্ছে না তাই নয়, সরকারি কর্মকর্তাদের পদোন্নতির পরীক্ষাও হচ্ছে না। তাছাড়া আগে অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষাও সম্পন্ন হচ্ছে না। তিনটি বিসিএসসহ একাধিক নন-ক্যাডারের নিয়োগ কার্যক্রম আটকে আছে। দেশে বর্তমানে সরকারি চাকরিতে পাঁচ লাখ তিন হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে। বিগত সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।সংশ্লিষ্ট সূত্র মতে, ৪৪তম বিসিএস’র মৌখিক পরীক্ষা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় স্থগিত করা হয়। পরবর্তীতে ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষাও স্থগিত হয়। ১৪ সেপ্টেম্বর ক্যাডারভুক্ত ও নন-ক্যাডার কর্মকর্তাদের অর্ধবার্ষিক বিভাগীয় পরীক্ষাও স্থগিত হয়। আর দীর্ঘদিন ধরে ৪৫তম বিসিএস’র লিখিত পরীক্ষার ফলও আটকে আছে। ৪৬তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। ওসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ওই বিসিএস’র মাধ্যমে ৩ হাজার ১৪০ জন ক্যাডারে নিয়োগ দেয়ার কথা রয়েছে। তাছাড়া ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। ৪৫তম বিসিএস’র মাধ্যমে ২ হাজার ৩০৯ জন কর্মকর্তা ও নন-ক্যাডারে ১ হাজার ২২ জন নেয়া হবে। সরকারি চাকরিতে শূন্য থাকা ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদের মধ্যে প্রথম শ্রেণির পদ ৪৩ হাজার ৩৩৬টি এবং দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১টি। বাকিগুলো তৃতীয় ও চতুর্থ শ্রেণির। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।সূত্র জানায়, বিগত ২০২৩ সালের জুনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর ৬৫৬টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কিন্তু এখনো হয়নি পরীক্ষা। ২০১৯ সালে বিজ্ঞপ্তি হওয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শন (সেফটি) ৪১টি পদের পরীক্ষা হয়নি। জটিলতায় ভেস্তে যাওয়া ওই প্রজ্ঞাপন গতবছরের জুনে পুনরায় প্রকাশ করে পিএসসি। কিন্তু পরীক্ষা নিতে পারেনি পিএসসি। ২০১৯ সালের ডিসেম্বরে হওয়া বাংলাদেশ রেলওয়ের উপণ্ডসহকারী প্রকৌশলীর চাহিদা ছিল ৫১৬ জনের।২০২৩ সালে পুনঃবিজ্ঞপ্তি হয়। আর গত জুলাইয়ে রেলওয়ের উপণ্ডসহকারী প্রকৌশলী পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথা চাউর হয়। এতে পিএসসি’র সাবেক বর্তমান ১৭ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তাছাড়া জনপ্রশাসন থেকে গণপূর্ত, সড়ক ও জনপথ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ কয়েকটি প্রতিষ্ঠানে চাহিদাপত্র দেয়ার পরও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি পিএসসি। আবার পরীক্ষার তারিখ ঘোষণার পর স্থগিত রয়েছে পেট্রোবাংলার লিখিত পরীক্ষা, সাধারণ বীমা করপোরেশনের এমসিকিউ পরীক্ষা স্থগিত করেছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা, শ্রম অধিদপ্তরের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ পুলিশের স্পেশালব্রাঞ্চের কর্মচারী নিয়োগ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জুনিয়র অফিসার, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাক-নির্বাচনী পরীক্ষা এবং লিখিত পরীক্ষা। সূত্র আরো জানায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগের তিন বছর পর শূন্যপদের তালাশ করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অনলাইনে ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে তথ্য চাইছে। ওসব প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজারের অধিক শূন্য পদ রয়েছে। এনটিআরসিএ কয়েক বছর ধরেই ঝুলিয়ে রেখেছেন এসব চাকরিপ্রত্যাশীদের। এদিকে ক্ষোভ প্রকাশ করে চাকরিপ্রত্যাশীরা বলছেন, সরকারি চাকরির জন্য দিনরাত পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয়। অনেকগুলো পদ খালি থাকলেও পরীক্ষা নেয়া হচ্ছে না। আবার বয়সও চলে যাচ্ছে। সব মিলিয়ে এক ধরনের হতাশায় ভুগছেন তারা। এ ছাড়া অনিয়মের অভিযোগে অনেক চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলেও সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত আসছে না। অন্যদিকে অতিসম্প্রতি পুরো কমিশনসহ পদত্যাগ করেন পিএসসি চেয়ারম্যান। এর আগে চাকরিপ্রত্যাশীরা পিএসসি অবরুদ্ধ করে বিক্ষোভ করে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION