1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

প্রতিদিনের কণ্ঠে ১০০ জন অনলাইন ও প্রিন্ট পত্রিকার সংবাদকর্মী নিয়োগ

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার সংবাদটি পাঠিত

যশোর জেলার জনপ্রিয় সংবাদ মাধ্যাম ও দৈনিক পত্রিকা প্রতিদিনের কণ্ঠ খুলনা বিভাগের মাগুরা,ঝিনাইদহ,বাগেরহাট, সাতক্ষীরা,মেহেরপুর, খুলনা,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,নড়াইল ও যশোর জেলার বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ১০০ জন ‘অনলাইন ও প্রিন্ট পত্রিকার সংবাদকর্মী ’ নিয়োগ দেবে। আপনি যদি প্রিন্ট পত্রিকার ও অনলাইনে সাংবাদিকতায় অভিজ্ঞা অর্জন করতে চান , ভিডিও বা মাল্টিমিডিয়া প্যাকেজ তৈরির অভিজ্ঞতা থাকে, এবং লাইভে (সরাসরি) ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্তভাবে সংবাদ বা ঘটনার বর্ণনা ও নির্ভুল তথ্য সংগ্রহ করে মাল্টিমিডিয়া প্যাকেজ আকারে উপস্থাপন করতে পারেন, তাহলে নির্ধারিত উপজেলা বা অঞ্চলের সংবাদকর্মী পদে আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ্যই নিজ নিজ এলাকায় অবস্থান করতে হবে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৪।

নিম্নোক্ত উপজেলা বা অঞ্চলের জন্য প্রতিদিনের কণ্ঠের সাংবাদিক নিয়োগ করা হবে 

  • যশোর জেলাঃ
    সদরঃ শিক্ষানবিশ-৫ জন,ফটো সাংবাদিক-৫ জন, স্টাফ রিপোর্টার-৫ জন, ভিডিও রিপোর্টার-৫ জন।
    কেশবপুরঃ কেশবপুর পৌর,মঙ্গলকোট,চুকনগর,সারদাঁড়ী।
    চৌগাছাঃ চৌগাছা সীমান্ত।
    মনিরামপুরঃ ডেস্ক-৯ জন,খেদাপাড়া,রাজগঞ্জ,চাকলা,চিনেটোলা
    শার্শাঃ বাগআঁচড়া,গোগা,পুটখালী,বেনাপোল পৌর
    ঝিকরগাছাঃ বাঁকড়া,গদখালী,নভারণ
    বাঘারপাড়াঃ খাজুরা,ধলগারাস্তা মোড়
    অভয়নগরঃ রাজঘাট,নোয়াপাড়া পৌর,সুন্দলী
  • মাগুরা জেলাঃ মাগুরা সদর,মহম্মদপুর,শালিখা,শ্রীপুর
  • ঝিনাইদহ জেলা : কোটচাঁদপুর উপজেলা ও পৌর,ঝিনাইদহ সদর,মহেশপুর পৌর,হরিণাকুন্ডু ,শৈলকুপা পৌর,কালীগঞ্জ পৌর
  • বাগেরহাট জেলাঃ চিতলমারী,বাগেরহাট সদর,শরণখোলা,রামপাল,মোংলা,ফকিরহাট,মোল্লাহাট,মোরেলগঞ্জ,কচুয়া
  • সাতক্ষীরা জেলাঃ আশাশুনি,তালা,সাতক্ষীরা পৌর,কলারোয়া।
  • মহেরপুর জেলা : গাংনী,মেহেরপুর সদর,মুজিবনগর।
  • খুলনা জেলাঃ তেরখাদা,পাইকগাছা,রূপসা,দাকোপ,ফুলতলা,খুলনা সিটি,দিঘলিয়া,ডুমুরিয়া,বটিয়াঘাটা,কয়রা
  • নড়াইল জেলাঃ লোহাগড়া,কালিয়া,নড়াইল সদর
  • কুষ্ঠিয়া জেলাঃ কুমারখালী,খোকসা,মিরপুর,দৌলতপুর,কুষ্টিয়া সদর,ভেড়ামারা
  • চুয়াডাঙ্গা জেলাঃ জীবনগর,আলমডাঙ্গা,দামুড়হুদা,চুয়াডাঙ্গা সদর

আপনি যদি উপরে উল্লেখিত উপজেলা, থানা বা অঞ্চলের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার এলাকার সংবাদ সারা বিশ্বকে জানাতে চান, তাহলে আবেদন করুন এখনই।

প্রতিদিনের কণ্ঠের সাংবাদিক -এর দায়িত্ব

সংবাদ তৈরিঃ গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য ও ছবি সংগ্রহ করে সংবাদের মাধ্যমে উপস্থাপন করে সাথে সাথে পাঠাতে হবে।
মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি : গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সংগ্রহ এবং আকর্ষণীয় ও মানসম্পন্ন ভিডিও ফুটেজ ধারণ করে ভিডিও প্যাকেজ তৈরির উপযোগী প্রতিবেদন পাঠাতে হবে

স্ক্রিপ্ট লেখা : প্রতিদিনের কণ্ঠের সাংবাদিক সম্পাদকীয় মান বজায় রেখে সংবাদ লিখতে হবে।
লাইভ (সরাসরি) উপস্থাপন : প্রতিদিনের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ (সরাসরি) ক্যামেরার সামনে পেশাদারত্ব ও স্বচ্ছতা বজায় রেখে সাবলীল তথ্য ও সংবাদের সঠিক চিত্র তুলে ধরতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম মাধ্যমিক ডিগ্রি থাকতে হবে। তবে সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা :অনলাইন পত্রিকা, ডিজিটাল মিডিয়া বা যেকোনো স্বনামধন্য গণমাধ্যমে কমপক্ষে ৩ মাসের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে আবেদন অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা : অনূর্ধ্ব ৩০ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন করতে হবে : আগ্রহী প্রার্থীরা নিজের তথ্য সাবমিট করতে ভিজিট করুন এই লিংকে https://forms.gle/byba1ZxdXv2Jqzwe8

আবেদনঃ protidinerkantho@gmail.com
যোগাযোগঃ 01955-464448/01918616406

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION