1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোল দিয়ে ৫‘শ ৯৩ টন কাঁচা মরিচ আমদানি

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২ বার সংবাদটি পাঠিত
বেনাপোল দিয়ে ৫‘শ ৯৩ টন কাঁচা মরিচ আমদানি

কণ্ঠ ডেস্ক

বেনাপোল বন্দর দিয়ে গত দুদিনে ভারত থেকে ৫শ‘ ৯৩ মে: টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।  মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভারত থেকে আমদানি হয়েছে ১০ টন ৯৫৬ কেজি কাচাঁ মরিচ। সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। এ নিয়ে গত দুইদিনে আমদানি হয়েছে ৫৯৩ মে: টন। উ”চ মূল্যের কাঁচা মরিচের বাজার সামাল দিতে ভারত থেকে ৫৯৩ মে: টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। দুর্গাপুজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন। গত সোমবার বন্দর সচল হওয়ায় পরই ভারত থেকে ৫০ ট্রাকে আমদানি হয়েছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ। শুল্ককরাদি পরিশোধ করে বেনাপোল বন্দর থেকে আমদানিকারকরা ডেলিভারি নিয়েছে কাঁচা মরিচের বিশাল  চালান।
বেনাপোল কাস্টমস সুত্র জানায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য ৬০ টাকা শুল্ককর ৩৬ টাকা পড়েছে।বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, মঙ্গলবার সন্বধ্যায় এক ট্রাকে ১ মে: টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোমবার ৫০ টি  ট্রাকে করে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে কাচামরিচের চালানগুলো দ্রুত খালাশ দেওয়া হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION