বাংলাদেশ || ১৬ ডিসেম্বর ২০২৫

যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির শ্রদ্ধা

যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির শ্রদ্ধা

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১৪ ডিসেম্বর ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রোববার (১৪ ডিসেম্বর) সকালে রায়পাড়া শংকরপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা জানান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া শিক্ষাবোর্ড যশোর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিটিআই, সামাজিক বনবিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতি-১, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা নিবেদন শেষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শপথবাক্য পাঠ করা হয়।দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়।