বাংলাদেশ || ১৬ ডিসেম্বর ২০২৫

নওয়াপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

নওয়াপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৩৫, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পরিত্যক্ত বিদেশি ইউএসএ পিস্তল উদ্ধার করা হয়েছে।
অভয়নগর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আকিব আহম্মেদের নেতৃত্বে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। যৌথ টহল চলাকালে নওয়াপাড়ার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার পেছনে একটি ইটের স্তূপের নিচ থেকে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত পিস্তলটির সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নুরুজ্জামান জানান, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।