বাংলাদেশ || ১৬ ডিসেম্বর ২০২৫

চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চৌগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৩, ১৪ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের চৌগাছায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় চৌগাছা টি-বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম এবং সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান। এছাড়া পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি হোসাইন, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবল, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক এম. এ. মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।